নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২ ১৭:১৪

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরও বরাদ্দ

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের মধ্যে রয়েছে দেড় কোটি টাকা, ৫০০ মেট্রিক টন চাল ও ২ হাজার বান্ডিল ঢেউটিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সর্বশেষ এ বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান।

তিনি জানান, বুধবার পর্যন্ত সিলেটে নগদ ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৬৫ লাখ টাকা এসেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এর বাইরে ২ হাজার ১১২ মেট্রিক টন চাল, শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা, গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা ও ২০ হাজার ১২৮ প্যাকেট শুকনো খাবার রয়েছে।

নতুন বরাদ্দ পাওয়ার পর ২৬১ মেট্রিক টন চাল ও নগদ ৭৫ লাখ টাকা উপজেলা পর্যায়ে উপবরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বরাদ্দ অনুযায়ী বিতরণ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত