বড়লেখা প্রতিনিধি:

১৪ নভেম্বর, ২০২২ ২৩:৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায় প্রতিষ্ঠান দুটির কারখানায় এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পৌরসভার হাটবন্দ এলাকায় লক্ষী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘরের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি করতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লক্ষী মিষ্টি ঘরকে ৫০ হাজার এবং জনতা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি হচ্ছিল। তাদেরকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত