রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১৪ মার্চ, ২০২৩ ২৩:১৪

খরায় নষ্ট হচ্ছে ধান, বৃষ্টির জন্য মোনাজাত

সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন হাওরে খরায় নষ্ট হচ্ছে বোরো ধান। খরা থেকে ধান রক্ষায় উপজেলার প্রতিটা গ্রামে সোমাবার বৃষ্টির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

কৃষকরা বলেন, এবার পর্যাপ্ত বৃষ্টি হয়নি। নষ্ট হয়ে যাচ্ছে বোরো ফসল। বোরো ধানে মাজরা পোকো দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিভিন্ন গ্রামে তারা বিশেষ মোনাজাতের আয়োজন করেন।

জগন্নাথপুর উপজেলায় নলুয়ার হাওরপাড়ের স্বজনশ্রী গ্রামের কৃষক ছায়াদ মিয়া জানান, চলতি বোরো মৌসুমে মাত্র এক দিন হালকা বৃষ্টির দেখা পাওয়া গেছে। বৃষ্টি না হলে ফসলের ক্ষতি হয়ে যাবে। চারাও জ্বলে যাবে।তাই তারা বৃষ্টির কামনায় দোয়া ও শিরনির আয়োজন করেছেন।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টি এই মুহূর্তে খুব দরকার। তাই কৃষকের বৃষ্টি কামনায় গত এক সপ্তাহ ধরে মসজিদ মন্দিরে প্রার্থনা ও শিরনি করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, বোরো ধান আবাদে কৃষক সচেতন হলে কম খরচে বিষমুক্ত অধিক ফলন পাওয়া সম্ভব। এবার বৃষ্টির অভাবে বোরো ধানের ফলন নষ্ট হয়েছে। বৃষ্টি জন্য কৃষকরা মোনাজাত করে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত