তাহিরপুর প্রতিনিধি

২৭ মে, ২০২৩ ২১:৪১

টাঙ্গুয়ার হাওরে ২ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অভিযানে চালিয়ে ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই (কিরণমালা), কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে পানিতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই (কিরণমালা), কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িত ৫ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রকাশ্যে টাঙ্গুয়ার হাওর পাড়েই আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা জানান, টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অনিয়মকারীদের কোন ছাড় দেওয়া হবে না।

তিনি কঠোর নজরদারি ও হাওরপাড়ের বাসিন্দাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত