
২৭ মে, ২০২৩ ২২:০২
অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন-এর স্টাফ রিপোর্টার সালমান তারেক শাকিলের পিতা হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান আর নেই।
শনিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুরের গ্রামের বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান ধর্মঘর মাদ্রাসা তাহফিজুল কোরআনের আজীবন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনের প্রায় পুরো সময় তিনি দারুল উলুম হরষপুর হেফজ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।
আপনার মন্তব্য