শাবিপ্রবি প্রতিনিধি:

৩১ মে, ২০২৩ ০১:৫২

শাবিপ্রবির উপাচার্যের সাথে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজিব মোহনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষের চিত্র তুলে ধরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় তৃতীয় বারের মত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়ােজন করেছে। এই বিশ্ববিদ্যালয় প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে এবং দেশ সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। সুশানের জন্য এ বিশ্ববিদ্যালয় অন্যান্যদের রােল মডেল। ইতােমধ্যে আমরা গবেষণায় বাজেট ৮গুণ বৃদ্ধি করে ৮ কোটি টাকা করেছি।

আসাম বিশ্ববিদ্যায়ের পক্ষে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. করেবি দত্ত চধুরী, ড. মানবেদ্র দত্ত চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. পিয়ুষ পান্ডে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গঙ্গাবুষা, ইংরজি বিভাগের অধ্যাপক ড. দিপদ দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রদােষ কিরণ নাথ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শাবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনােলজির ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব স্যােশাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডিন অধ্যাপক ড. মা. খাইরুল ইসলাম , আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক আলােচনায়, একাডেমিক কলাবােরেশন, সমঝােতা প্রতিষ্ঠা এবং জ্ঞান বিনিময়ের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত