
০১ জুন, ২০২৩ ২৩:০৯
সিলেট মহানগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে ইন্দ্র সিংহ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে মহানগরীর লালদিঘীর পাড়ে অবস্থিত নিলিমা ভবনের ৬ তালা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
নিহত ইন্দ্র সিংহ পেশায় পাথর ব্যবসায়ী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আপনার মন্তব্য