
০৬ জুন, ২০২৩ ১৪:২৪
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতকে পিয়াইন নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে বাবুল আহমদ নামের এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একলক্ষ টাকা জরিমানা করে জরিমানার টাকা আদায় করেছেন।
বাবুল আহমদ ছাতক ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের হাজী ফরিদ উদ্দিনের ছেলে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন।
তিনি জানান, ড্রেজার দিয়ে পিয়াইন নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চেলা নদী ও পিয়াইন নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সময় থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য