জৈন্তাপুর প্রতিনিধি

০৭ জুন, ২০২৩ ১১:১৮

সিলেটে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) টেংরা একাডেমি খেলার মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমির বালক, বালিকা অংশগ্রহণ করেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপাল কুমার সিংহ ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম-সহ বিভিন্ন একাডেমি ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত