নিউজ ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৫

নিজ ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শাহপরান থানার নিপবন মনিপুরীপাড়া এলাকার নিজ বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ফাহিমা বেগম (২৩) নামে নিপবন মনিপুরীপাড়া এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার সকালে  পরিবারের  সদস্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান।

ফাহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার দুপুরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত