
১৭ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:১৪
কাজের উদ্দেশ্য রাজধানী ঢাকার সায়দাবাদ থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুবক বায়েজিদ আহমদ নিখোঁজ রয়েছেন।
তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি মাষ্টার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
নিখোঁজের বড় ভাই মোস্তাক আহমেদ জানান, ১০ সেপ্টেম্বর জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ি থেকে কাজের উদ্দেশ্য সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকা উদ্দেশ্য রওনা হয়। সুনামগঞ্জ থেকে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে বিকেল তিনটার দিকে পৌছার পর কথা হয়। এর থেকে বায়েজিদের মোবাইল ফোন বন্ধসহ তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো সন্ধান পাচ্ছি না। তার দুটি মেয়ে রয়েছে।
তিনি আরও জানান, ছোট ভাইয়ের জন্য পরিবারের সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। দুটি মেয়ে তাদের বাবার জন্য অধির আগ্রহ নিয়ে পথ চেয়ে আছে।
তিনি জানান, সায়দাবাদ এলাকার থানায় আমার আরেক ছোট ভাইকে পাঠিয়েছি জিডি করার জন্য।
আপনার মন্তব্য