নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:৩১

কাজিরবাজার সেতু থেকে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ২

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কাজিরবাজার সেতুর উপর থেকে ফজর আলী ওরফে বাটন(৩০) ও (২)মো. লুৎফর রহমান(২৫)েকে গেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী জানান, সম্প্রতি দক্ষিণ সুরমা এবং মোগলাবাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা য়ে। পরে তাদের মোগলাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত