জুড়ী প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৪

শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

মো. শাহাব উদ্দিন বলেন, ভূমিহীন মানুষকে জায়গাসহ বাড়ি করে দেয়ার বিষয়টিও বিশ্বে বিরল। যেখানে আমেরিকার মত দেশে মানুষ ঘরবাড়ি না থাকায় রাস্তায় ঘুমায়, ইউরোপে রাস্তায় হাটে অথচ বাংলাদেশে গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর তৈরি করে দিয়েছেন। বিশ্ববাসী আজ মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা  হয়েছে যা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিশ্বব্যাপী বাড়লেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।

জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাশুক মিয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।

একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন চক্রবর্তী , যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমুখ।

পরে বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মানুষের মধ্যে ১০ হাজার টাকার চেক করে মোট ৫০ জন এবং ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা চেক  ৬৫ টি পরিবারের মানুষের মধ্যে বিতরন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত