২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪৪
মজুরি না পেয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেট নগরীর তারাপুর চা বাগানের শ্রমিকরা। পাশাপাশি শ্রমিকরা বাগানের জায়গায় দোকান নির্মাণেরও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা তারাপুর চা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে দুপুর ১টার দিকে বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বাগানের ব্যবস্থাপক।
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকরা পাননি। ফলে তারা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকরা ক্ষুব্ধ।
তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী জানান, শ্রমিকরা বাগান বন্ধ রেখেছেন। সেজন্য তাদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বাগানে দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।
আপনার মন্তব্য