বিয়ানীবাজার সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:১৭

বিয়ানীবাজারে বাজার নিয়ন্ত্রণে অভিযান, দুইদিনের মধ্যে মূল্য নির্ধারণের নির্দেশ

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে বাজার মূল্য তদারকি করতে অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিয়ানীবাজার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার জানান, পৌরশহরের কিচেন মার্কেটসহ প্রায় পুরো শহরে আমরা বাজার তদারকি করতে নামি। তখন অনেক ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্য না নেওয়া, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের চূড়ান্ত সতর্ক বার্তা দিয়েছি। সরকারি মূল্য নির্ধারণের বাহিরে গিয়ে যারা বেশি টাকা দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত