জগন্নাথপুর প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০২৪ ২৩:৪৭

জগন্নাথপুরে স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন

বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল বিপির ১৬৭ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা’র উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কাউট কমিটির কমিটির কমিশনার নজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও স্কাউট লিডার এমরান আলীর পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল বশিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউট কমিটির সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল মালিক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকমিশনার আতাহার উদ্দিন, নুরুল হক, আকবর আলি, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সালিক মিয়া, স্কাউট লিডার কাজল বনিক, কাব লিডার শ্যামল চন্দ্র বনিক, সদস্য মনিরুল ইসলাম, সালেহা পারভীন, মুর্শেদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীর হাতে স্কাউট এর সর্বোচ্চ শাপলা কাপ অ্যাওয়ার্ডের সনদ তুলে দেন অতিথিরা। পরে বিপি’র জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আপনার মন্তব্য

আলোচিত