সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০২৪ ২২:৪৬

এরশাদের জন্মদিনে সিলেটে জাপার বিভিন্ন কর্মসূচি পালন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মার্চ) প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ১০টায় সিলেট মহানগর কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। এ সময় তার নেতৃত্বে কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে নগরীর বিভিন্ন পয়েন্টে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক আকাশ দাস।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. আক্তার হোসেন, লিয়াকত আলী খান, আনন্দ রবি দাস, আকাশ দাস, রবিন দাস, নোমার বিন আকবর, অনিক পাল, দিপংকর পাল, নাজমুল ইসলাম, নাহিম আহমদ, লায়েক মিয়া, রিয়াজ শেখ, রাহাদ আহমদ, ইসমাইল আহমদ, এসান মিয়া, জাকির হাসান, দিপন বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদুর রহমান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ও দেশ এবং দলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

আপনার মন্তব্য

আলোচিত