সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৪ ১৮:১৩

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী, মেয়র, সাবেক মেয়রসহ বিভিন্ন শোক

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক, ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের (৬০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

পৃথক শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা রানী পাল মারা যান। তিনি অগ্নাশয়ে ক্যান্সারে ভূগছিলেন।
 
রাতেই নগরের চালিবন্দর শশ্মানঘাটে সীমা রানী পালের শেষকৃত্য সম্পন্ন হয়। এতে সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, ইমজা সভাপতি সজল ছত্রী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ অংশ নেন।

শোক: সীমা রানী পালের মৃত্যুতে দেয় শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রয়াতের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায়  আরিফুল হক চৌধুরী দেবাশীষ দেবুর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত