নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০১৬ ২৩:০৪

সিলেটে পশুর লড়াই প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা

সিলেট বিভাগে পশুর লড়াই প্রতিযোগিতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেছেন হাইকোর্ট। পাশপাশি এ ব্যাপারে আইন ও স্বরাস্ট্র সচিবসহ ১৩জনের বিরুদ্ধে রুলও জারী করা হয়েছে।

সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল্ জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ১৯ জানুয়ারি এ আদেশ জারী করেন।

পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণ পিচ সিলেট'-এর সেক্রেটারী রাহাত আহমদ টিপুর দায়ের কারা এক রিট পিটিশনের (নং-৩৭৭/১৬) প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় । আদেশে ষাড়ের লড়াই, মুরগীর লড়াইসহ সবধরনের পশুর লড়াই প্রতিযোগিতা কেন বে-আইনী ঘোষনা করা হবে না, এ মর্মে কারন দর্শাতে ১৩জনের বিরুদ্ধে রুলনিশি জারী করা হয়।

যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে,তারা হচ্ছেন আইন মন্ত্রনালয় সচিব,স্বরাষ্ট্র মন্ত্রনালয় সচিব , আইজিপি, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপারগণ।

পশুর লাড়াইয়ের উপর নিষেধাজ্ঞার পাশপাশি আগামী ৬মাসের মধ্যে কারণ দর্শাতে ও রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বাদী পক্ষে রিটের শুনানী করেন সুগ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত