নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৫১

এসএসসিতে সিলেটে প্রথমদিনে অনুপস্থিত ২৫২, বহিস্কার নেই

সারাদেশের সাথে সিলেটেও সোমবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। সোমবার প্রথমদিনে সিলেটে ২৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান জানান, পরীক্ষার প্রথম দিনে বিভাগের চার জেলার ১১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদের মধ্যে সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জের ৩৭ জন, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজার জেলায় ৬৩ জন।

তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের চার জেলায় ৮৪ হাজার ৫শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৬শ’ ৯৭ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৮শ’ ৮৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত