
০৩ অক্টোবর, ২০২৫ ২২:৪২
সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিনের লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টা পার হলেও শুক্রবার বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
২৯ সেপ্টেম্বর নিখোঁজ হন মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নোমান উদ্দিন। ১ অক্টোবর বিকেলে বাড়ীর অদুরে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধান ক্ষেতে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ও পরিবার সদস্যরা লাশ দেখে নিখোঁজ নোমান উদ্দিন (৫০) কে সনাক্ত করে।
প্রায় ২০ বছর সৌদি আরব প্রবাসে ছিলেন নিহত নোমান উদ্দিন। ২ পূর্বে দেশে ফেরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন। প্রবাসে থাকার সুবাদে অনেক ধনসম্পত্তি করেন তিনি। তার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে রয়েছে নোমান উদ্দিনের। জায়গা জমি সংক্রান্ত নানা বিরোধসহ পারিবারিক আছে বলে স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে দোকান খোলে সকাল ১১টার দিকে তিনি শায়লা স্মৃতি হাসপাতালে যান এমন দাবী নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনের। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ওইদিনই পরিবারের পক্ষ থেকে স্ত্রী মনোয়ারা বেগম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অতঃপর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে বিষয়টি সন্দেহজনক বলে মনে করছে এলাকাবাসী।
বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে নিহত নোমান উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণকারী স্থানীয়রা হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান। তারা প্রকাশ্যে অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের কিছু সদস্য জড়িত থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে মুন্নি ও তান্নি, শ্যালক হানিফ আহমদ সুমন, চাচাতো ভাই রিয়াজ উদ্দিন, হাসপাতালের কেয়ারটেকার তেরা মিয়াসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এলাকার মানুষের অভিযোগ, ব্যবসায়ী নোমান উদ্দিনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবার সদস্য ও নিহতের শ্যালকের রহস্যজনক নানা আচরণে পুরো ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশের তদন্ত চললেও স্থানীয়রা মনে করছেন, পরিবারের ভেতরের সম্পর্ক, সম্পত্তি নিয়ে বিরোধ ও মুক্তিপণের নাটক—সব মিলিয়ে এ হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও কয়েকজন নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে একাধিক দিক সামনে রেখে কাজ করছে পুলিশ। তবে এখনো প্রকাশ করার মতো কোনো অগ্রগতি হয়নি। শুক্রবার বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।
তিনি আরও বলেন, এটিকে হত্যাকান্ড হিসেবেই দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
আপনার মন্তব্য