নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৬

আ. লীগের লোকজনের ‘প্রকাশ্য না থাকতে পারা’ নিয়ে নির্দেশনায় ‘শব্দগত ভুল হয়েছে’: এসএমপি কমিশনার

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের সাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায়, ‘আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য না থাকতে পারে’ এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী মঙ্গলবার সিলেটটুডেকে বলেছেন, ‘এই নির্দেশনায় শব্দগত ভুল রয়েছে’।

জানা যায়, সম্প্রতি সিলেট মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের বৈঠক করেন পুলিশ কমিশনার। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত নির্দেশনা মহানগর পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়।

এই নির্দেশনার একটি অংশে লেখা রয়েছে- ‘ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রদান করার জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন।’

নির্দেশনার এই অংশটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে চলছে সমালোচনা।

পুলিশ কমিশনারের এমন নির্দেশনা দেওয়া ঠিক হয়নি জানিয়ে সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার সিলেটটুডেকে বলেন, নিজের বাসা বাড়িতে থাকার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কেউ যদি মামলার আসামি হয়, যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। অন্যতায় কাউকে প্রকাশ্যে ঘুরাফেরায় বাধা দেওয়া আইন ও মানবাধিকার লঙ্ঘন।

এ ব্যাপারে মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটটুডেকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তাদের বিরুদ্ধে এটি তো রাষ্ট্রিয় সিদ্ধান্ত।

এরপর তিনি বলেন, এই নির্দেশনায় কিছু শব্দগত ভুল থাকতে পারে। এটি সংশোধন করে আবার আমরা প্রেরণ করবো।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সিলেটের পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন আব্দুল কুদ্দুস চৌধুরী। এরআগে ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন পুলিশ কমিশনারের কিছু উদ্যোগ নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত