নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৫ ২১:৫৬

সিলেটে থেকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে!

বিএনপি ক্ষমতায় এলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হতে পারেন পররাষ্ট্র মন্ত্রী। এমনটিই ইঙ্গিত করেছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,  হুমায়ুন সিলেট থেকে নির্বাচন করবেন।

যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী হুমায়ুন কবির সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী। এ আসনে বিএনপির মনোনয়ন চাচ্ছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। লুনা সিলেট-২ আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। ফলে এ আসনে মনোনয়ন নিয়ে বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে।

তবে হুমায়ুন কবির সিলেটের কোন আসনে নির্বাচন রেবেন তা জানাননি মির্জা ফখরুল।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।

প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে ওয়াকওভার করা হচ্ছে তাও তিনি জানেন।

এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও তিনি জানেন।

বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে এক ভিডিওচিত্রে দেখা গেছে।

এরআগে সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ আজাদ ও একে আব্দুল মোমেন।

আপনার মন্তব্য

আলোচিত