নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫ ১২:৪০

এবার ঢাকার রাজপথে ‘সিলেটবাসী’: ঢাকা-সিলেট সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবি

সিলেটের যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা নিয়ে এানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিলেটের সড়ক, রেল ও আকাশ পথের দুর্ভোগে লাঘবের দিবিতে সিলেটে আন্দোলন দানা বাঁধছে।

এই আন্দোলন ক্রমশ সিলেটের বাইরেও ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যসগ বিভিন্ন দেশে এসব দাবিতে বিভিন্ন কর্মসূচীও পালিত হয়েছে। এবার ঢাকার রাজপথে নেমে এসেছেন সিলেটবাসী।

অবহেলিত বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর’ ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এই দুর্ভোগ নিরসন ও ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটন অঞ্চল। অথচ সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থাপনা এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দ্রুত প্রকল্প বাস্তবায়ন না হলে বৃহত্তর সিলেটবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।

কর্মসূচী থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাচ দ্রুত সম্পন্নসহ আট তফা দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত