
১৭ অক্টোবর, ২০২৫ ১৯:১৭
সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন ‘সিলেট ক্লাব’র সামনে চেকপোস্ট বসিয়ে বৃহস্পতিবার তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশের চেকপোস্ট দেখে একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিকআপ ভ্যান ফেলে অপরাধীরা পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যান থেকে ৫৮৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট চলাকালে একটি পিকআপ ও একটি প্রাইভেটকার থেকে নেমে যাত্রী ও চালকরা পালিয়ে যায়।
পরবর্তীতে পিকআপে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ধরণের ৫৮৭ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মন্তব্য