কুলাউড়া প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৩৯

কুলাউড়ায় কৃষকদের মানববন্ধন

কুলাউড়ার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য উপজেলার রবিরবাজারে বিক্রির স্থান করে দেয়াসহ ৭টি দাবীতে মানব বন্ধন করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুলাউড়া উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে দক্ষিণ লংলা কৃষক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কৃষকরা তাদের জন্য উপজেলার রবিরবাজারে একটি শেড খালি করে দেয়া, বাজারে টোল আদায়ের চার্ট টাঙ্গানো, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ব নিয়ন্ত্রণ করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রাধীকার দেয়া, এলাকায় একটি হিমাগার প্রতিষ্ঠা করা, মনু নদীতে সেচ প্রকল্প প্রতিষ্ঠা করে বোরো আবাদের ব্যবস্থা করা এবং এলাকায় একটি প্রাণী চিকিৎসালয় স্থাপন করার দাবি জানান।

মানববন্ধনে কৃষক নেতা কমরেড আব্দুল মালিক, জাসদ নেতা আব্দুল গাফ্ফার কায়সুল, বাম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশান্ত দেব ছানা, দীপক দেসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন কৃষকরা।

আপনার মন্তব্য

আলোচিত