বড়লেখা প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৫ ২৩:৩৩

বড়লেখায় ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় দফায় দফায় হামলা, বাড়িঘরে ভাঙচুর: গ্রেপ্তার ১

প্রতীকি ছবি

মৌলভীবাজারের বড়লেখায় ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় দফায় দফায় কয়েকটি পরিবারের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় বড়থল গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জুবায়ের আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। মামলার বাদী জুবায়ের আহমদ বড়থল গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ মামলার প্রেক্ষিতে সেলিম উদ্দিন (৪৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সেলিম সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের মৃত ফরিজ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলের দিকে বাদী জুবায়ের আহমদ ও তার বন্ধু ইব্রাহিম হোসেন বড়থল এলাকার সোহেল আহমদের দোকানে বসা ছিলেন। এসময় মামলার ১নং আসামী রুবেল আহমদ, ২নং আসামী শাহিন আহমদ ও ৩নং আসামী হাসান আহমদ ইব্রাহিম হোসেনের শরীর ঘেষে ধাক্কা দেন। ইব্রাহিম হোসেন এ ঘটনার প্রতিবাদ করলে আসামীরা ইব্রাহিম হোসেনকে মারধর করেন। এসময় ইব্রাহিম হোসেনকে উদ্ধার করতে গেলে আসামীরা জুবায়ের আহমদকেও মারধর করে। পাশাপাশি আসামীরা সোহেল আহমদের দোকানও ভাঙচুর করে। পরবর্তীতে ইব্রাহিম হোসেন তার বাড়িতে চলে গেলে বিকেল আনুমানিক ৫টার দিকে ১নং আসামীর নেতৃত্বে দেশীয় অস্ত্র-সহ আসামীরা বাদী জুবায়ের আহমদের বসতবাড়ীতে প্রবেশ করে তার উপর হামলা চালায়। এসময় আসামীরা জুবায়ের আহমদের পরিবারের নারী সদস্যদের মারধর এবং তার (জুবায়েরের) বাড়িঘরে ভাঙচুর করে। এ ঘটনার পর আসামীরা সন্ধ্যা ৭ ঘটিকায় ইব্রাহিম হোসেনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়। পরবর্তীতে রাত সাড়ে ৮ ঘটিকার দিকে আসামীরা দফায় দফায় ইব্রাহিম হোসেনের বসতবাড়ীর সম্মুখে ইব্রাহিম হোসেনের স্বজনদের উপর দফায় দফায় হামলা চালায়। এ ঘটনায় বাদী জুবায়ের আহমদ ও ইব্রাহিম হোসেন পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

মামলার ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস। তিনি বলেন, গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত