২২ নভেম্বর, ২০২৫ ০১:১১
সিলেট নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ১১ টার দিকে নগরীর বনকলাপাড়ার ৬৮ নম্বর গলির মনা মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ভাবে আগুনের উৎস সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আগুন লাগার ফলে বাসার আসবাবপত্র পুড়লেও কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন।
আপনার মন্তব্য