জৈন্তাপুর প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৫ ২০:০৩

রাষ্ট্র গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন: আলী আহমদ

বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) লে. কর্নেল সৈয়দ আলী আহমদ বলেছেন, জাতি রাষ্ট্র গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। দেশের অনেক কঠিন সময়ে সশস্ত্র বাহিনীর অবদান আমাদের নতুন প্রজন্ম আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জৈন্তাপুর প্রেসক্লাব হল রুমে রাওস ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা কমিটি আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীর অনেক ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে নিহত সকল শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। তিনি দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি এবং মানুষের কল্যাণে সেনা সদস্যদের কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মো. আহসান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. রইস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল মালেক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অব.) লেন্স কর্পোরাল আব্দুন নূর। অনুষ্ঠান পরিচালনা করেন রাওস জৈন্তাপুর শাখার সাংগঠনিক সম্পাদক (অব.) লেন্স কর্পোরাল আব্দুল মালেক ।

এসময় সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম, হারনুর রশিদ, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সৈনিক কবির আহমদ, আব্দুল মান্নান, সেলিম আহমদ ও আব্দুর রহমান।

অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,অর্থ সম্পাদক মীর মো. শোয়েব আহমদ, সদস্য গোলাম সরওয়ার বেলালসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ-কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য

আলোচিত