২১ নভেম্বর, ২০২৫ ২০:১৮
বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েলের নামাজের জানাজা-পূর্ব আলোচনাকালে তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেললেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে উপজেলার শ্রীধরা নবাং শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা-পূর্ব আলোচনায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ- শ্রদ্ধেয় জসিম উদ্দিন ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি জাতীয়তাবাদী পরিবারের পরিচ্ছন্ন ইমেজের একজন নেতা ছিলেন। তাঁর শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়।’
বক্তব্যকালে জসিম উদ্দিন জুয়েলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন- ‘আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস এবং তাঁর পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।’
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজে সিলেট জেলা ও মহানগর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য