কুলাউড়া প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:১৩

কুলাউড়ায় আ’লীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভুকশীমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কুলাউড়া পৌর শহরে ভুকশীমইল ইউনিয়নবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে সহস্রাধিক জনসাধারণসহ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শহরের উভয় দিকে শতশত গাড়ি আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। মানব বন্ধনে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে উপজেলার ভূকশীমইলের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রসার শিক্ষার্থীরা 'সন্ত্রাসমুক্ত উপজেলা চাই', 'সন্ত্রাসীদের রাজনীতি থেকে দূরে রাখুন', “'সন্ত্রাসী সলমানকে গ্রেফতার করো',  'সন্ত্রাসকে সমর্থন করিনা করবো না'  ইত্যাদি বিভিন্ন প্লেকার্ড নিয়ে অংশ নেয়।

মানবন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ময়নুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও কাদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় জাসদের কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, শরীফপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জুল হোসেন চিনু, ভুকশীমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ, আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান,নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

এছাড়া বক্তব্য রাখেন মোঃ আকমল হোসেন, মোঃ ইসলাম উদ্দিন,হাজী মোঃ উস্তার আলী,সিলেট মহনগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই হাদি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরুল হাসান বখস্, সাবেক সহ-সম্পাদক প্রভাষক মো. আলী চৌধুরী তরিক, সিনিয়র যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান ও তুহিনুজ্জামান ইয়াকুব প্রমুখ।

মানবন্ধনে বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম রেনুর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় বিরোধের জের ধরে কুলাউড়া কাদিপুর ইউপি যুবলীগের সম্মেলনে প্রতিপক্ষের হামলায় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু গুরুতর আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত