নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:২৩

ভাষা ও বর্ণমালায় ষড়ঋতুর শপিং ব্যাগের মোড়ক উন্মোচন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৃজনশীল দেশিয় কাপড়ের দোকান ষড়্ঋতুর নতুন শপিং ব্যাগের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ বুধবার বিকেল সাড়ে ৩টা লামাবাজারস্থ ষড়ঋতুর শোরুমে অনুষ্ঠিত হয়।

'মা' বিষয়টিকে কেন্দ্র করে শিল্পী অরূপ বাউলের ডিজাইনে ষড়ঋতুর এই ব্যাগে বাংলা ও আদিবাসীদের বিলুপ্তপ্রায় ভাষা ও বর্ণমালায় মা শব্দটিকে তোলে ধরা হয়েছে।

'মাতৃভাষা প্রাণের ভাষা এ ভাষায় আছে অধিকার সকল জাতির সকল জনতার' এই শ্লোগানের পাশাপাশি বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাগটিতে মা সম্পর্কিত তাঁর গানের ৪ পংক্তি তোলে ধরা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শপিং ব্যগের মোড়ক উন্মোচন করেন বাঙালি ও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মায়েরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তি রানী দেবী, পান্না পাত্র, আলো মনি লোহার, আদব মনি ওঁরাও, দিপালী গোয়ালা, কল্পনা দেব পুরকায়স্থ, শাহানারা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত