নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫ ২২:১৩

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলামে সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদের বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাঙচুরের আলামত সংগ্রহ করেছে।

হামলার ঘটনায় সাংবাদিক শেখ মোর্শেদের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় বৃহস্পতিবার একটি এজাহার দাখিল করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত