সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:০৫

সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অভিজিৎ স্মরণ’ আজ

বিজ্ঞান লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার)। গত বছরের ২৬ মার্চ এই দিনে একুশে বইমেলার পাশে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে উগ্রবাদীরা। হামলায় আহত হন হন তাঁর স্ত্রী লেখক বন্যা আহমদও।

অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘অভিজিৎ স্মরণ’-এর আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অভিজিৎ রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান ও আলোক প্রজ্জ্বলন করা হবে। এসময় অভিজিৎ রায়সহ সাম্প্রতিক সময়ে খুন হওয়া সকল লেখক-ব্লগার-প্রকাশকদের বিচারের দাবিতে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

এতে সিলেটের সকল মুক্তবুদ্ধির নাগরিকদের উপস্থিত হয়ে বাংলা ভাষায় বিজ্ঞান লেখার অন্যতম এই পথিকৃৎ হত্যার বিচারের দাবিকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আপনার মন্তব্য

আলোচিত