হবিগঞ্জ প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৬ ১৪:১৪

হবিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

‘অধিকার, মর্যাদায় নারী-পূরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসুচী।

র‍্যালি শুরুর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি (সিডিসি)’র নারী সদস্যরা দলবেধে এ র‍্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন ওয়ার্ড হতে পৃথক পৃথক ব্যানার সহকারে খন্ড মিছিল পৌরভবনে জড়ো হয়।  

পরে পৌরভবন প্রাঙ্গন হতে মূল র‌্যালি বের করা হয়। র‌্যালীতে উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে অংশ গ্রহন করতে দেখা যায়। প্লেকার্ডগুলোতে লেখা ছিল ‘অধিকার, মর্যাদায় নারী-পূরুষ সমানে সমান’ ‘অগ্রগতি’র মূল কথা, নারী পূরুষের সমতা’,‘কন্যা শিশুকে শিক্ষার সুযোগ দিন’, ‘ইভ টিজিং রোধে সজাগ হোন’ ইত্যাদি।

র‌্যালিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহিরউদ্দিন, দিলীপ দাস, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, পৌর সচিব নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, ইউজিপ-৩ এর এলসিডিএ এফএম মোঃ ছাইদুল হক, এলসিডিএ সিএম মোঃ লালন শেখ, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, সিডিসি ফেডারেশন সভাপতি মোঃ আরব আলী, উমেদনগর ক্লাষ্টার সভাপতি হাজী লুৎফুর রহমান নানু, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, সিডিসি ফেডারেশনের কোষাধ্যক্ষ ভানু বণিকসহ সিডিসি ফেডারেশন ও ক্লাষ্টার নেতৃবৃন্দসহ অন্যান্যরা। এছাড়াও নারীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌরভবনে মিলিত হয়। পরে পৌরভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর সচিব নুরে আলম সিদ্দিকী তার বক্তৃতায় নারী অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন কাজে নারীদের সম্পৃক্তকরন ও জেন্ডার সমতাসহ নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত