নিউজ ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৫ ১৩:৩৩

হরতাল উপেক্ষা করে সিলেটে বই উৎসব

হরতাল উপেক্ষা করে সিলেটে চলছে বই উৎসব । বছরের প্রথমদিন প্রথম শ্রেণী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তোলে দেয়ার ধারাবাহিকতায় এবারও সবগুলো স্কুলে সকাল থেকেই বই বিতরন করা হয় ।
নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সবগুলো স্কুলে একযোগে বিনামূল্যে পাঠ্য বিতরণ করা হচ্ছে। সিলেটের বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে সবগুলো স্কুলেই ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে বই বিতরন কার্যক্রম চলছে ।


এ বছর ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিণামূল্যে বিতরণ করার কথা রয়েছে।
এজন্য ছাপানো হয়েছে ৩৩ কোটি ৬২ লাখ ৯৬ হাজার ৯২৩টি পাঠ্যবই। এর মধ্যে রয়েছে প্রাথমিকের শিক্ষার্থীদের ১১ কোটি ৫০ লাখ বই।
এরই মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে দিয়েছে।




এনসিটিবি জানায়, ২০১০ সাল থেকে চার বছরে শিক্ষার্থীদের ১২৪ কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সর্বশেষ ২০১৪ সালে চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫২৬টি বই বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই উৎসবের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত