সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৬ ২২:৫৯

মণিপুরীভাষা শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার

পৃথিবীর দ্বিতীয় নারী ভাষা শহীদ ও মণিপুরী(বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষে মঙ্গলবার সিলেটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন বামসকস জেলা সভাপতি নির্মল কুমার সিংহ।

উল্লেখ্য, গোটা পৃথিবীতে ভাষার জন্য প্রথম নারী কমলা ভট্টাচার্য্য শহীদ হন ১৯৬১ সালের ১৯ মে। বাংলাভাষার জন্য আসামের শিলচড়ে তিনি শহীদ হন। এরপর ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয় নারী হিসাবে শহীদ হন সুদেষ্ণা সিংহ। ১৯৯৬ সালের ১৬ মার্চ মণিপুরী(বিষ্ণুপ্রিয়া) ভাষার দাবিতে ভারতের আসামে  ৫০১ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। এছাড়াও গুলিবিদ্ধ হন সহস্ত্রাধিক। 

আপনার মন্তব্য

আলোচিত