বড়লেখা প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৬ ২০:০০

বড়লেখায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় ‘সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ৩২টি প্রতিষ্ঠানের ৩২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম থেকে ১০ম ও  দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ দিন বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ৩২২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিনটি গ্রুপে ১২ জন উপজেলা পর্যায়ে সেরা নির্বাচিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় তিন গ্রুপে ১২ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে সেরা নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১২ জন শিক্ষার্থীর প্রত্যেকে নগদ টাকা ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত