তপন কুমার দাস, বড়লেখা

১৫ মার্চ, ২০১৬ ২১:৩৭

ইউপি নির্বাচন: বড়লেখায় আ’লীগে চেয়ারম্যান পদে ৫ ‘বিদ্রোহী’

মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয় দফার ৩১ মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন ৫ জন। গত রবিবার (১৩ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিদ্রোহীদের কেউ প্রত্যাহার করেননি। এতে ১০টি ইউনিয়নের পাঁচটিতেই এই বিদ্রোহীদের দেখা মিলেছে।

এদিকে গলার কাঁটা এসব ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক হলেও কেউ প্রত্যাহার করতে রাজি হননি।

জানা গেছে, বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূলের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ বিদ্রোহী হয়েছেন।

তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস দলের মনোনীত প্রার্থী। তাঁর সাথে বিদ্রোহী হয়েছেন আওয়ামী লীগের অপর নেতা ও বর্তমান চেয়ারম্যান সুনাম উদ্দিন।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এনাম উদ্দিন। দলের অপর নেতা বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন আজির উদ্দিন। এখানে বিদ্রোহী হয়েছেন আওয়ামী লীগ পরিবারের সদস্য মহিউদ্দিন আহমদ আদনান।

দক্ষিণ শাহবাজপুরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুকে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

 বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিদ্রোহীদের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

আপনার মন্তব্য

আলোচিত