নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৬ ০০:০২

মাদ্রাসার ‘কড়া শাসন’ থেকে ‘মুক্তি’ পেতে পালিয়ে সিলেট এসেছিলো শিশু দুটি

মাদ্রাসার কড়া শাসন আর বদ্ধ জীবন থেকে মুক্তি পেতে পালিয়ে ঢাকার উত্তরা থেকে সিলেট এসেছিলো দুই শিশু। মঙ্গলবার সিলেটের শাহপরান (র.) মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত নাঈম (১৩) ও জাহিদ (১০) ঢাকার উত্তরার জামিয়া রহজাতুল উলুম মাদ্রাসার যথাক্রমে হিফজ ও নাজারা শ্রেণীর ছাত্র। মাদ্রাসার কড়া শাসন আর বদ্ধ জীবন থেকে মুক্তি পেতেই বাসে করে সিলেট চলে আসে তারা।

সোমবার ঢাকা থেকে এই দুই শিশু বাসে করে সিলেট আসে বলে জানান তিনি। এদের মধ্যে নাঈমের গ্রামের বাড়ি পিরোজপুর ও জাহিদের ময়মনসিংহে।

সোমবার মধ্যরাতে মাজার সংলগ্ন এলাকা থেকে শাহপরান থানা পুলিশ তাদের উদ্ধার করে।

শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত