সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৬ ১৮:৩৭

তনু হত্যার বিচার দাবিতে অগ্রগামীর ছাত্রীদের মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং  হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে “নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চ”- এর  আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চের সংগঠক এমসি কলেজ এর  সাবেক ছাত্রনেতা বিশ্বপা ভট্টাচার্য মৌ। সমাবেশ পরিচালনা করেন আন্দোলনের সংগঠক ছাত্র

ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ স¤পাদক দীপংকর দাশ গুপ্ত। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার উপদেষ্টা মণ্ডলীর  সদস্য প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার শিক্ষা ও গবেষণা সম্পাপাদক  স্নেহা ভট্টাচার্য, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রতিনিধি মীম, সিলেট এমসি কলেজ এর প্রতিনিধি মিহির, মদন মোহন কলেজ এর প্রতিনিধি মোঃ নাবিল এইচ, লিডিং ইউনিভার্সিটি সিলেট এর প্রতিনিধি জামিল হোসেন, সিলেট পলিটেকনিক এর ছাত্র পার্থ সারথি
তালুকদার সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “সেনানিবাসের মত সুরক্ষিত এলাকায় এই ধরনের নৃশংস ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। এর সাথে সেনাসদস্যদের কেউ জড়িত কি না, সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে
শীঘ্রই এর তদন্ত করতে হবে। একইসাথে যারাই এই ঘটনার সাথে জড়িত হোক না কেনো, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সমতল ও
পাহাড়ে সংগঠিত সকল ধরনের নারী ও শিশু নির্যাতন এর সাথে যারা জড়িত, তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বক্তারা আরো বলেন, “গত পহেলা বৈশাখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মূল ফটকে সংগঠিত যৌন নিপীড়নে জড়িতদের চিহ্নিত করার পরেও সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আজ পর্যন্ত এর
কোন বিচার হয়নি। তনু হত্যাকাণ্ডের ব্যাপারেও প্রশাসনের নির্লিপ্ততার নিন্দা জানান। খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে না আসলে আগামীতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী মানুষ সহ সর্বোস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সিলেট থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।  আগামীকাল বিকাল ৪টায় একই দাবীতে দি এইডেড হাই স্কুলের সামনে আরেকটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।        

আপনার মন্তব্য

আলোচিত