সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৬ ২২:৩৭

এমপিও ভুক্তির দাবিতে সিলেটে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন কলেজের অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্যের প্রাক্কালে শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষকরা শ্রমদাস হিসেবে শ্রম এবং শিক্ষা প্রদান করে আসছেন কিন্তু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তি নিশ্চিত করতে হবে।
বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. ইয়াহইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেফুল মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, উপস্থিত ছিলেন প্রভাষক তোফায়েল আহমদ, আমিনুর রহমান, মইনুল ইসলাম জাকির, রুবিনা বেগম, আলতাফ হোসেন, আব্দুর নুর শামীম, দিপক রায়, মাহবুবুর রউফ নয়ন, সুমাইয়া আক্তার, হুমায়রা মনি, সুমন রায়, মুস্তাফিজুর রহমান, রশিদ আহমদ, মুহিবুর রহমান, পিনাক ভট্টাচার্য, মাসুম পারভেজ, রফিকুল ইসলাম, শিল্পী মালাকার, তরিকুল ইসলাম, রকিব আহমদ, আব্দুল হাই, রাখাল চন্দ্র, প্রণজিৎ পাল, হুমায়ূন আহমদ, আমিন আহমদ, নুরুজ্জামান কোরেশী, রিপন মালাকার, শংকর নারায়ন চৌধুরী, মালিকা নাসরিন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত