সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৬ ১৯:২৬

সামাদ হত্যার প্রতিবাদে সিলেটে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

অনলাইন এক্টিভিস্ট ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সামাদ সিলেটে গণজাগরণ মঞ্চের শুরুর দিকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বুকে ‘রাজাকার নিপাত যাক’ শ্লোগান নিয়েও গণজাগরণের কর্মসূচীতে অংশ নিতেন। এছাড়া ফেসবুকে তিনি ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন।

বক্তারা বলেন, লেখক ব্লগার, গণজাগরণ মঞ্চের সংগঠকদের হত্যা করা হলেও পুলিশ হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়েছে। এতে খুনিরা আরো বেপোরোয়া হয়ে ওঠেছে। সামাদ তাদের সর্বশেষ শিকারে পরিণত হলেন।

বক্তারা বলেন, সারা দেশ এখন কলেজ ছাত্রী তনু হত্যার বিচার দাবিতে উত্তাল। সামাদও এই হত্যার প্রতিবাদে সোচ্ছার ছিলেন। সামাদকে হত্যার মাধ্যমে তনু হত্যার ঘটনাকে আড়াল করা যাবে না।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সিপিবি, সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, উদীচী, সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, সিলেট গণজাগরণ  মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, নাট্যকর্মী ইন্দ্রানী সেন সম্পা, কবি আবিদ ফায়সাল, প্রভাষক প্রণবকান্তি দেব, আব্দুল বাতিন, রাজিব রাসেল, একুশ তাপাদার, ওয়াফি চৌধুরী, সত্যজিৎ চক্রবর্তী, সুমন চৌধুরী, অভি হাসান, রেদোয়ান আহমদ,  ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সপ্তর্ষি দাশ, সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশগুপ্ত, রুবেল আহমদ কুয়াশা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত