গোলাপগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ১১:১১

গোলাপগঞ্জে থেমে থেমে বৃষ্টি, ভোটার উপস্থিতিতে প্রভাব

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ৩ উপজেলার ২৪ ইউনিয়নে আজ (শনিবার) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও থেমে থেমে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার খবর পাওয়া গেছে।

৫ গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়ন পরিষদে সকাল থেকেই বৃষ্টি থাকায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে বেগ পান। সকাল ৯টায় বৃষ্টি থামার পর ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে কিছক্ষণ পর ফের বৃষ্টি শুরু হলে  মাঠের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কেন্দ্রগুলোর বারান্দায় তোলে আনা হয়।

দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুস শহিদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই কেন্দ্রে মোট ১৯০০ ভোটারের মধ্যে সকাল ১১টা পর্যন্ত মাত্র ২০০ ভোটগ্রহণ করা সম্ভব হয়েছে।

তিনি বলে বৃষ্টির কারণে বেশিরভাগ ভোটার  কেন্দ্রে আসতে পারছেন না।

এদিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন সকালে বৃষ্টির জন্য ভোটার উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমার সাথে সাথে দীর্ঘ লাইনে ভোটার উপস্থিতিও বাড়ছে।

আপনার মন্তব্য

আলোচিত