বিশ্বনাথ থেকে দেবব্রত চৌধুরী লিটন

০৭ মে, ২০১৬ ১৩:৪৩

বিশ্বনাথে ভোট উৎসবে বৃষ্টির আঁচড়!

সিলেটের বিশ্বনাথ উপজেলায় চলছে বৃষ্টি বিঘ্নিত ভোট গ্রহন। বৃষ্টির কারণে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার অনেক কম। ৬ নং বিশ্বনাথ ইউপির রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯ জন।

বেলা ১টা পর্যন্ত ৮০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কম সংখ্যাক ভোটার ভোট দিতে আসা প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. ফজলুল হক জানান, কেন্দ্রটিতে চাকুরীজীবী ভোটারদের সংখ্যাই বেশি যে কারণে ভোটারদের উপস্থিতির হার কম। এই ইউপির জনমংগল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১টায় গিয়ে দেখা গেল ১হাজার ৮ শত পঁয়তাল্লিশ জন ভোটারের মধে অর্ধেকের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার পিযুষ কান্তি তালুকদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির কারণে ভোটারদের কেন্দ্রে আসতে দেরি হচ্ছে।

উপজেলার নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সোয়া ১টা পর্যন্ত মোট ১হাজার ৪৩ টি ভোটের মধে ৬১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো .আমিনুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত