এস আলম সুমন ও তপন কুমার দাস, কুলাউড়া থেকে

০৭ মে, ২০১৬ ১৪:৫৮

কুলাউড়ায় বেলা বাড়ার সাথে কমেছে ভোটার উপস্থিতি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ কেন্দ্র ভোটার উপস্থিতি কমতে দেখা গেছে। উৎসব মুখর পরিবেশে ৬টি ইউনিয়নের ৫৯টি কেন্দ্রে চলছ ভোট গ্রহণ।

ভোট গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার ৭ মে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপুর ১ ঘটিকা পর্যন্ত প্রায় ৫০ থেকে ৫৫ ভাগ ভোট কাস্টিং শেষ হয়েছে।

সরেজমিনে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্মদা ইউনিয়নের রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে কেন্দ্র ফাকা দেখা গেছে।

ভাটেরা ইউনিয়নের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকা ওসি মনিরুজ্জামান দুপুর ২টায় বলেন, ‘সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমার দায়িত্বে থাকা ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত