এস আলম সুমন ও তপন কুমার দাস, কুলাউড়া থেকে

০৭ মে, ২০১৬ ১৫:৫৩

কুলাউড়ায় গোলযোগহীন ভোট

শনিবার ৭ মে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।   

উপজেলার ৬টি ইউনিয়নের ৫৯টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

ভোট দেয়ার জন্য সকাল থেকেই লাইন ধরেন ভোটাররা। এখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাদ যাননি বয়স্ক ভোটাররাও। স্বতস্ফূর্ত ভবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন সকল শ্রেণীর সকল বয়সের ভোটার। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে।

সরেজমিনে উপজেলার পৃথিমপাশা, কর্মদা, ঠিলাগাঁও, ভাটেরা, হাজিপুর ও শরীফপুর ইউনিয়নের ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের সাথে কথা বলে শান্তিপূর্ণ ভোট গ্রহণের তথ্য পাওয়া গেছে।

বিকেল ৩টায় সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার বলেন, ‘সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সবকটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। কোথাও কোন গোলযোগ ঘটেনি।’

আপনার মন্তব্য

আলোচিত