নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ১৬:৫৮

চলছে গণনা, অপেক্ষা ফলাফলের

তেমন কোনো সংঘাতের ঘটনা ছাড়াই সিলেট বিভাগের ৩৯ টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার বিকেল ৪ টায় ভাট গ্রহণ শেষ হয়।। এরপর শুরু হয় ভোট গণনা। এখন অপেক্ষা ফলাফলের।

এ রিপোর্ট লেখার সময় ভোট গণনা চলছিলো।


শনিকার সকাল ৮ টা থেকে সিলেট জেলার ২৪ টিসহ বিভাগের ৩৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। চতুর্থ ধাপের এই নির্র্বাচনে সিলেটে বড় ধরণের কোনো সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে সারাদেশের ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয় ৬৬৮ ইউপিতে।

আপনার মন্তব্য

আলোচিত