ওসমানীনগর প্রতিনিধি

১৪ মে, ২০১৬ ১৬:৫৯

ঘোড়া নিয়ে প্রচারণা, ওসমানীনগরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

সিলেটের ওসমানীনগরে জীবন্ত প্রতীক ব্যবহারের দায়ে তাজপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শওকত আলী তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, শুক্রবার ওসমানীনগরের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। তাজপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ঘোড়া প্রতীক পান। বিকেলে ৫টি ঘোড়া নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালান।

বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে পুলিশের সহায়তায় ঘোড়াগুলো আটক করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ঘোড়াগুলো এক ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকা থেকে সরানোর নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন আচরণবিধি কেউ লঙ্গন করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত