ওসমানীনগর প্রতিনিধি

১৪ মে, ২০১৬ ১৮:৪৩

ওসমানীনগরে ইউপি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিলেটের ওসমানীনগরের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীরা শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে দয়ামীর ইউনিয়নে জাতীয় পাটির বিদ্রোহী প্রার্থী ছিদ্দেক আলী তার মনোনয়ন প্রত্যাহার করায় উপজেলায় চেয়াম্যান প্রার্থীদের সংখ্যা ৩৩।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামীলীগের উমরপুরে জিএম কিবরিয়া, সাদীপুরে মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, পশ্চিম পৈলনপুরে শেরওয়ান আহমদ, বুরুঙ্গায় মখদ্দুছ আলী, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে আব্দুল হামিদ ও উছমানপুর ইউনিয়নে নেফা মিয়া নৌকা প্রতীক পেয়েছেন।

বিএনপির উমরপুরে এইচ এম রায়হান, সাদীপুরে আব্দুর রব, পশ্চিম পৈলনপুরে কয়েছ আহমদ চৌধুরী, বুরুঙ্গায় সাজ্জাদুর রহমান, গোয়ালাবাজারে সৈয়দ কওছর আহমদ, তাজপুরে ইমরান রব্বানী, দয়ামীরে এইচ টি ফখর উদ্দিন ও উছমানপুর ইউনিয়নে মুক্তার আহমদ বকুল ধানের শীষ প্রতীক পেয়েছেন।

জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উমরপুরে আজিজুর রহমান, সাদীপুর আং মহিম, পশ্চিম পৈলনপুরে শেখ আব্দুল মালিক, তাজপুরে আশরাফ মিয়া (সিরাজ), দয়ামীরে ছৈদুল ইসলাম ও উছমানপুর ইউনিয়নে কাজী তুহেল আহমেদ লাঙ্গল প্রতীক পেয়েছেন।

এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে পশ্চিম পৈলনপুরে এম এ মতিন গেদাই আনারস, বুরুঙ্গায় এমজি রসুল খালেক আহমদ লটই আনারস ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নে মইনুল আজাদ ফারুক আনারস প্রতীক পেয়েছেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে গোয়ালাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক ও উমরপুর ইউনিয়নের আব্দুছ ছালাম ময়না ঘোড়া প্রতীক পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উছমানপুর ইউনিয়নে অলিউর রহমান ও উমরপুরের আব্দাল মিয়া মোটর সাইকেল, তাজপুরে সৈয়দ এনামুল হক, পশ্চিম পৈলনপুরে তাজিবুর রহমান কিলু, সাদীপুরে আব্দুল ছালিক, দয়ামীরের আব্দুস ছালাম ঘোড়া, গোয়ালাবাজারে আনহার মিয়া, দয়ামীরে নূর উদ্দিন নুনু আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়াও ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০৫জন মেম্বার ও সংরক্ষিত আসনে ৭২জন নারী সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত